পল্লী জীবিকায়ন প্রকাল্প (পজীপ) বিআরডিবি এর সেবার ধাপ সমুহ
কি সেবা কিভাবে পাওয়া যায় ঃ
এ কার্যালয় থেকে আপনি যেসব সেবা ও সহযোগিতা পেতে পারেন।
@প্রাথমিক বিত্তহীন সমবায় সমিতি (পুরুষ /মহিলা) গঠন,ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদ সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ।
@ সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন।
@পল্লী জীবিকায়ন কর্মসুচী (পজীক)এর আওতায় আনুষ্ঠানিক দল গঠন এবং উৎপাদনমুখী ও আয় বৃদ্দিমুলক কর্মকান্ডের জন্য ঋণ প্রদান (আয়বর্ধক মূলক কর্মকান্ড ক্ষুদ্রঋণ )।
@আনুষ্ঠানিক সদস্যদের নিবন্ধনের পরপরই ঋণ প্রদান করা হয়।
@সমবায়ীদের উৎপাদিত পনের বাজার জাত করনের সুযোগ সৄষ্ঠ ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা @ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি ,নারী নির্যাতন রোধ ও যৌতুক প্রথা নির্মুলে সচেতনতা সৃষ্টি সহায়তা প্রদান।
@সদস্যদের সুসাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সহযোগিতা প্রদান।
@বৃক্ষরোপণ ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ও সহযোগিতা প্রদান।
@গ্রামীণ দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান।
@নেতৃত্বের বিকাশ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্র জনগোস্টিকে সম্পৃক্ত করন।
@এ অফিসের কোন কর্মকর্তার /কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা প্রকল্প কর্মকর্তার নিকট উত্থাপন করা হলে তার প্রতিকার করা হয়।
@উপজেলায় বসবাসরত যে কোন ব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে এ অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
@ ঋণ বাবদ মঞ্জুরীকৃত সমুদয় টাকা বুঝে নিন।সমুদয় টাকা না পেয়ে ঋণ বিতরণ সনদ পত্রে স্বাক্ষর করবেন না।
আজই আপনি উপজেলা প্রকল্প কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিন।পল্লী জীবিকায়ন কর্মসুচী তথা বি আর ডি বি আপনার সেবায় নিয়োজিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস