Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পল্লী জীবিকায়ন প্রকল্প এর মিশন ও ভিষন।

বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ড

(পলস্নী জীবিকায়ন প্রকল্প)

জীবননগর, চুয়াডাঙ্গা।

 

পল্লী জীবিকায়ন প্রকল্প এর মিশন ও ভিষন

 

বাংলাদেশ পল্লী  উন্নয়ন বোর্ড (ADB`র) আর্থিক সহাযোগিতার(Poor Co operative  Project (RPCP)  শিরোনামে দারিদ্র বিমোচনকল্পে বৃহত্তর রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও যশোহর ১৩টি জেলার ৮২টি উপজেলায় জানুয়ারী/৯৩ হতে ডিসেম্বর/৯৮ মেয়াদে বাসত্মবায়ন হয়।

পরবর্তীতে(RPCP) ভহক্ত ৮২টি উপজেলা এবং বৃহত্তর চট্রগ্রাম, সিলেট এবং বৃহত্তর ঢাকা জেলার ১৮টি উপজেলাসহ সর্বমোট (৮২+৫২+১৮)=১৫২টি উপজেলাকে অমত্মভূক্ত করে পলস্নী জীবিকায়ন প্রকল্প(১ম) পর্যায় জুলাই/২০০৭ হতে জুন/২০১২ পর্যন্ত  প্রকল্পটি সরকারী সিদ্ধামেত্ম নিজস্ব অর্থায়নে কর্মসূচী হিসেবে বাসত্মবায়িত হয়। প্রকল্পটি সফলভাবে বাসত্মবায়িত হওয়ায় এর ধারাবাহিকতায় ঢাকা, বরিশাল বৃহত্তর বিভাগের ৩৮টি উপজেলাসহ মোট (১৫২+৩৮)=১৯০টি উপজেলা অমত্মভহক্ত করে পলস্নী জীবিকায়র প্রকল্প(২য় পর্যায়) গ্রহন করা হয়। প্রকল্পের মাধ্যমে গ্রামীন সুবিধা বঞ্চিত মহিলা ও পুরুষদেরকে সংগঠিত করে নিবন্ধিত সমবায় সমিতির আওতায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ভিষন-২০২১ এর আওতায় দারিদ্রদের হার ৩১.৫০% থেকে ১৫% এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে গুরম্নত্বপূর্ণ অবদান রাখবে।

 

অভিষ্ট জনগোষ্ঠীর কৃষি ও অকৃষি খাতে টেকসই/স্থায়ীভাবে আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা সফল করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের সুনির্দিষ্ট লক্ষ্য সমূহ নিম্ন রুপঃ-

(ক) বিত্তহীন মহিলা ও পুরম্নষ এর সমনময়ে সমবায় সমিতি/দল গঠনের মাধ্যমে উপকারভোগীদের শেয়ার ও সঞ্চয় জম্ করে নিজস্ব পূঁজি গঠন;

(খ) উপকারভোগীদের সমবায় ব্যবস্থাপনা ও অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ড ও নিজস্ব প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় সক্ষম করে তোলা;

(গ) বিত্তহীনদের মাঝে আয়বর্ধমূলক কর্মকান্ডে ক্ষুদ্র ঋণ বিতররণপূর্বক তাদের কর্মসংস্থান ও আয় উপার্জনের সুযোগ সৃষ্টি;

(ঘ) আয় ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দরিদ্র মহিলাদের ক্ষ্মতায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ;

(ঙ) উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতিসমূহ (ইউবিসিসিএ)কে সক্ষম ও স্বয়ম্ভর প্রতিষ্ঠানে পরিনত করা;

(চ) সরকারের উন্নয়ন নীতি ও কৌশলের আলোকে বিত্তহীনদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আয়-ব্যয় ও দারিদ্র্য বিমোচন।

 

ক) বিত্তহীন পুরম্নুষ ও মহিলাদের সংগঠিত করে বিত্তহীন পুরম্নষ ও মহিলা দল/সমিতি গঠন;

খ) সদস্যদের ÿুদ্র ÿুদ্র শেয়ার সঞ্চয় দ্বারা তাদের নিরাপদ ভবিষ্যদের জন্য পূঁজি গঠন করা।

গ) সংগঠিত সমিতি/দল ব্যবস্থাপনা এবং আয়-বর্ধন কর্মকান্ডভিত্তিক দক্ষতা ইন্নয়ন প্রশিক্ষণ প্রদান।

ঘ) কর্মসংস্থান ও আয়ের প্রবৃদ্ধির জন্য ÿুদ ঋণ প্রদান।

ঙ) মহিলাদের কর্মসংস্থান, আয় ও সচতেনতা বৃদ্ধি করে এবং তাদেরকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ।

চ) উপকারভোগীদের সদস্যদের স্বয়ংক্রিয় অংশগ্রহণে ১৯০টি ইউবিসিসিএকে তাদের কেন্দ্র বিন্দুতে পরিনত করে ইউবিসিসিএকে একটি স্বতনত্ম প্রতিষ্ঠান হিসেবে স্বাবলম্বী করে তোলা।

ছ) PRS, MDG ও সরকারী কর্মকৌশলের সাথে সামঞ্জস্য বজায় রেখে ০.৩৬ মিলিয়ন পরিবারকে দারিদ্র্য সীমার উপরে নিয়ে আসা।